Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাদলা জমিদার বাড়ী
Location
ভাল
Transportation
বগুড়া সাতমাথা হইতে সি,এন,জি অথবা অটো ভেনে বণাণী হইয়া মাদলা হাটে এসে মাদলা জমিদার বাড়ী আসা যায়। সি,এন,জি ও অটো ভেনে ভাড়া ১২টাকা
Details

মাদলা জমিদার বাড়ী

 

 

এটিমাদলা ইউনিয়নের একটি ঐতিহাসিক বাড়ী জমিদার বাড়ী। বিংশ শতাব্দীর একেবারে শুরম্নতে জমিদার স্বর্গীয় নরেন্দ্রনাথ সরকারমাদলায়  এই বাড়ীটি স্থাপন করেন। কালের গর্ভে এটি এখনো উজ্জল হয়ে আছে। এই জমিদার বাড়ীতে প্রতি বৎসর পুজাতে জমিদারের বংশধরের বিভিন্ন পেশায়  নিয়োজিত লোকজন আসে। এছাড়া জমিদার স্বর্গীয় নরেন্দ্রনাথ সরকার ও চাঁচাইতারা গ্রামে জমিদার স্বর্গীয় শশধর চৌধুরী ১৯৩১ সালে চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেন।

 

তবে বর্তমানে এই জমিদার বাড়ী খানা পৌরসভা অমত্মগর্ত বর্ধিত এলাকায় ২১নং ওয়ার্ডের মধ্যে পড়েছে।